Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


১৭ ডিসেম্বর ২০১৯ ২০:০৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভুলতা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্র্রো-গ-২০-৬৩০৭) একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার ও প্রাইভেট কার চালক নিহত হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ঘোসাইমারা গ্রামের সফরদ্দিনের ছেলে রিপন মিয়া, ট্রাক হেলপার নরসিংদী জেলার কান্দাইল এলাকার রিফাত। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও ভ্যান চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

২ জনের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর