Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেন কলেজের ফিল্ম এবং ফটো ল্যাবের আয়োজনে ‘ইন্‌কলিং ১.০’


১৭ ডিসেম্বর ২০১৯ ২০:০২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৩:১৯

তরুণ চলচ্চিত্র নির্মাতা ও আলোকচিত্রীদের উৎসাহ দিতে  হয়ে গেল ‘ইন্‌কলিং ১.০ ফিল্ম’ এবং ফটো ল্যাব আয়োজিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। ইডেন মহিলা কলেজের ফিল্ম এবং ফটো ল্যাব সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করে।

দেশের বিভিন্ন স্থান থেকে ২৫০টি আলোকচিত্র এবং ৩০ টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে এবারের প্রতিযোগিতায়। আলোকচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোট ৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

‘নারী নাকি শুধু মানবীর জন্য’ আলোকচিত্র বিভাগে নিগার সুলতানা ইভা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘এ লিটল রেড কার’ ( A little red car ) এর জন্য গ্র্যান্ড প্রাইজ পুরস্কার পান এমডি আবিদ মল্লিক।

আলোকচিত্র বিভাগে বিচারক হিসেবে ছিলেন- দেবব্রত চৌধুরী, মুনীরা মোর্শেদ মুন্নী, মীর শামসুল আলম, কে ইউ মাসুদ ও জাহাঙ্গীর আলম এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারক হিসেবে ছিলেন  হায়দার রিজভী, চৈতালি সমাদ্দার, মাসুদ সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্র শিল্পী সাইদা খানম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। ১৪ ও ১৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়।

ছবি – আবদুল্লাহ আল মামুন

ইন্কলিং ১.০ ফিল্ম তরুণ চলচ্চিত্র নির্মাতা ফটো ল্যাব