Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেডিওতে যানজট পরিস্থিতি জানাবে সিএমপি


১৭ ডিসেম্বর ২০১৯ ১৯:২৫

চট্টগ্রাম ব্যুরো: জনভোগান্তি কমাতে বেসরকারি রেডিও ফূর্তির মাধ্যমে নগরীর বিভিন্ন সড়কের যানজট পরিস্থিতি প্রচার শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

পাশাপাশি ‘ট্রাফিক চট্টলা’ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক সচেতনতামূলক তথ্যও সম্প্রচার হবে। সিএমপি জানিয়েছে, এর মাধ্যমে সাধারণ মানুষ আগেই প্রস্তুতি নিতে পারবেন এবং অহেতুক বিড়ম্বনা কমবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে রেডিও ফূর্তির সঙ্গে সমঝোতা স্মারক সই করে সিএমপি।

এরপর সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, শ্যামল কান্তি নাথ এবং এম এম মোস্তাক আহমেদ খান।

সমঝোতা স্মারকে সই করেন সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর এবং রেডিও ফূর্তির স্টেশন ইনচার্জ মুনতাসির হোসেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি ঘণ্টায় সড়কের পরিস্থিতি প্রচার করা হবে। পরবর্তীতে আধাঘণ্টা পরপর প্রচার কার্যক্রম শুরু হবে। সম্প্রচার কার্যক্রম ২৪ ঘণ্টা চালানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

সিএমপির ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরবরাহ করা তথ্য প্রচার করবে রেডিও ফূর্তি। ট্রাফিক সচেতনতামূলক তথ্য, ট্রাফিক বিভাগের পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থা নিয়ে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং সড়ক নিয়ে সিএমপির যে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে প্রচার করা হবে। এছাড়া স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস এবং রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে যেসব সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়, তার তথ্য অন্তত দু’দিন আগে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এডিসি আবু বক্কর সিদ্দিক।

বিজ্ঞাপন

ট্রাফিক চট্টলা যানজট পরিস্থিতি রেডিও ফূর্তি সিএমপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর