রাজাকারের তালিকা নিয়ে বিজ্ঞপ্তিতে ‘ব্যাখ্যা’ দিলেন মন্ত্রী
১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:২৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৯:২৯
ঢাকা: ‘রাজাকারের তালিকা’য় মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের নাম থাকার ঘটনায় বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকাটি তৈরি করেনি, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। ভুলভাবে কারও নাম তালিকাভুক্ত হয়ে থাকলে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই করে তাদের নাম বাদ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানান মন্ত্রী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের এই ব্যাখ্যা তুলে ধরা হয়।
গত রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন মন্ত্রী। তবে তালিকা প্রকাশের পরই জানা যেতে থাকে, মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিই কেবল নন, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সরকারের গেজেটভুক্ত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও স্থান পেয়েছেন রাজাকারের তালিকায়। এর মধ্যে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নামও।
আরও পড়ুন- মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায়, আইনি ব্যবস্থা চান টিপু
এ নিয়ে তর্ক-বিতর্ক উঠলে মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘যাদের নাম অন্যায়ভাবে এসেছে, সেজন্য দুঃখপ্রকাশ করে তাদের নাম প্রত্যাহার করে নেব। আর যদি এ ভুলের পরিমাণ অনেক বেশি হয়, তাহলে পুরো তালিকা প্রত্যাহার করে নতুন তালিকা প্রকাশ করব। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়। ‘রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী তালিকা বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ব্যাখ্যা’ শীর্ষক এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী ১০,৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।’
আরও পড়ুন- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের সেই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অভিযোগ পাওয়া যাচ্ছে, এ তালিকায় বেশকিছু নাম এসেছে, যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারও নাম এসে থাকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই শেষে তার বা তাদের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই প্রকাশিত তালিকায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।’
এদিকে, তালিকা প্রণয়ন বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলছেন, এই তালিকা থেকে কিছু নাম বাদ দেওয়ার জন্য নোট দেওয়া হয়েছিল। সেই নোট আমলে নেওয়া হয়নি।
মঙ্গলবার কৃষক লীগের এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠিয়েছিল, আমাদের কাছে যেসব তথ্য আছে (রাজাকারের তালিকা বিষয়ক), সেগুলো যেন পাঠানো হয়। দালাল আইনে যাদের নামে মামলা হয়েছিল, আমরা প্রাথমিকভাবে সেই তথ্য ধরে তালিকা পাঠিয়েছিলাম। সেই তালিকায় আমরা মন্তব্য করে দিয়েছি, অনেকের নামের মামলা প্রত্যাহার (উইথড্র) করা হয়েছিল। সেটা তালিকায় যাথাযথভাবে আসেনি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের রাজাকারের তালিকা নিয়ে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত হবে।
ফাইল ছবি
আরও পড়ুন-
৪৮ বছর পর রাজাকারের তালিকা কেন?— প্রশ্ন বিএনপির
রাজাকারের তালিকায় নয়া ভাইয়ের নাম, প্রতিবাদে উত্তাল পাথরঘাটা
আ ক ম মোজাম্মেল হক দুঃখপ্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারের তালিকা