Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়: দুদক কমিশনার


১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:২৮

ঢাকা: বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক খান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুদক কমিশনার ও কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘আজ বাংলাদেশের জিডিপি ৮ শতাংশের ওপরে। অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে, বিশ্ব অর্থনীতিতে যে ১১টি দেশ নেতৃত্ব দেবে সে তালিকাতেও বাংলাদেশ রয়েছে। যাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবছরই মহান বিজয় দিবস নিয়ে অসংখ্য আড়ম্বরপূর্ণ অঙ্গীকার করি। সম্পূর্ণ এক অনিশ্চয়তার মাঝে মৃত্যু-ভয়কে উপেক্ষা করেই এদেশের সাহসী ও দেশপ্রেমিক তরুণরা মুক্তিযুদ্ধে গিয়েছিল। অদম্য ও অপ্রতিরোধ্য জাতির এই শ্রেষ্ঠ সন্তানরা একটি শোষণহীন ও বৈষম্যমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশায় যৌক্তিক এক যুদ্ধে গিয়েছিল। তারা কেউ জানতো না কবে বিজয় আসবে, কবে দেশ স্বাধীন হবে। মুক্তিযুদ্ধ ছিল সর্বোচ্চ যৌক্তিক, ঠিক এ কারণেই শত অনিশ্চয়তার মাঝেও মানুষ মুক্তিযুদ্ধ গিয়েছিল এবং বিজয় অর্জন করেছিল।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন- দুদকের ভারপ্রাপ্ত সচিব সারোয়ার মাহমুদ, মহাপরিচালক (প্রশাসন) মো. জহির রায়হান, মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) এ কে এম সোহেল, পরিচালক মো. মঞ্জুর মোরশেদ, মো. আক্তার হোসেন, উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম, মো. মাসুদুর রহমানসহ অন্যরা।

বিজ্ঞাপন

উন্নয়ন দুদক পাকিস্তান বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর