Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার জেরেমি ব্রুয়ার


১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:২১

ঢাকা: বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার পদে কূটনীতিক জেরেমি ব্রুয়ার নিয়োগ পেয়েছেন। তিনি আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে তার দায়িত্ব গ্রহণ করবেন। ঢাকার অস্ট্রেলিয়া মিশন থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বার্তায় জানান হয়, কূটনীতিক জেরেমি ব্রুয়ারকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং নারী বিষয়ক মন্ত্রী মরিস পেইস।

বিজ্ঞাপন

মন্ত্রী মরিস পেইস বলেন, ‘জেরেমি ব্রুয়ারকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিতে পেরে আমি আনন্দিত। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ একটি উষ্ণ এবং গঠনমূলক সম্পর্ক উপভোগ করছে, যা আমাদের ভাগাভাগি করে নেওয়া কমনওয়েলথ মূল্যবোধ এবং ক্রীড়া সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়া। সেই সময় থেকে আমরা একটি দৃঢ় এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য এখন বার্ষিক ২.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।’

মরিস পেইস বলেন, ‘অস্ট্রেলিয়া ভারত মহাসাগর আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা দেওয়া এবং শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের যোগসূত্রকে আরও জোরদার করার জন্য কাজ করছে।’

জানা গেছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ পাওয়া জেরেমি ব্রুয়ার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেন এ্যফেয়ার্স এবং ট্রেডের একজন জেষ্ঠ্য কর্মকর্তা এবং বর্তমানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া মেরিটাইম শাখার সহকারী সচিব। এর আগে, তিনি সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ভানুয়াতুতে হাইকমিশনার, রিয়াদে উপ রাষ্ট্রদূতসহ একাধিক রাষ্ট্রে অস্ট্রেলিয়ার পক্ষে দায়িত্ব পালন করেন।

জেরেমি ব্রুয়ার হাইকমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর