Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইইবি’র পূর্ণাঙ্গ ডিজিটাল যাত্রা শুরু


১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:০৮

ঢাকা: দেশের প্রকৌশলীদের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) পূর্ণাঙ্গ ডিজিটাল যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আইইবি’র কাউন্সিল হলে প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েবসাইট এবং অ্যাপের উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।

আইইবির ডাইনামিক ওয়েব পোর্টালের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সদস্যপদ প্রাপ্তির জন্য আবেদন, সদস্য নবায়ন এবং সদস্য আপগ্রেড করা যাবে। যেকোনো ফি অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। সবপ্রকার নোটিশ, ইভেন্ট, তথ্য ও সংবাদ সম্পর্কে পরিস্কার ধারণা লাভ করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ঘরে বসেই আইইবি’র সব সেবা দেবে এই অত্যাধুনিক ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ গত ৭১ বছরে দেশের অনেক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে প্রকৌশলীদেরও হাতের ছোঁয়া নেই। সব ক্ষেত্রে প্রকৌশলীদদের ভূমিকা রয়েছে। আমাদের দেশের প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মত করে গড়ে তুলতে হবে, তা না হলে আমরা পিছিয়ে যাবো।’

মন্ত্রী আরও বলেন, ‘বিজয়ের মাসে আইইবি ডিজিটাল যাত্রা শুরু করেছে। এখন থেকে আইইবির কাজ আরও অনেক বেড়ে গেছে। ওয়েবসাইট যে সোশ্যাল মিডিয়ার চেয়ে বেশি শক্তিশালী হতে পারে তা আইইবির ওয়েবসাইট এবং অ্যাপ দেখে বোঝা যায়। বাংলাদেশে যারা ওযেবসাইট তৈরি করে তারা আইইবি’র ওয়েবসাইট যেন ফলো করে। এই ডিজিটাল কার্যক্রমের মধ্য দিয়ে আজ থেকে আইইবি অনন্য উচ্চতায় থাকবে।’

বিজ্ঞাপন

এসময় আইইবি’র সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ অর্থনীতি, ডিজিটালাইজেশন এবং অবকাঠামোগত দ্রুত উন্নয়ন করছে। সেই ধারাবাহিকতায় আইইবি আজ থেকে ডিজিটাল আইইবি হিসেবে আত্মপ্রকাশ করছে।’

আইইবি’র কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনির্ভাসিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কম্পিউটার কৌশল বিভাগের সদস্য প্রকৌশলী আবু হাসান মাসুদসহ অন্যরা।

আইইবি ডিজিটাল যাত্রা