Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট ওসমানী বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ যাত্রী আটক


১৭ ডিসেম্বর ২০১৯ ১৩:৩১

ঢাকা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মোমিন উদ্দিন মামুন নামে এক যাত্রীকে ২২টি সোনার বারসহ আটক করেছে সিলেট কাস্টমস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান।

তিনি সারাবাংলাকে বলেন, `সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে সোনার চোরাচালান হবে বলে কাস্টমসের কাছে তথ্য ছিল। সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি২৪৮ ফ্লাইটটি অবতরণ করে। এরপর কাস্টমস যাত্রীদের তল্লাশি করেন। এক পর্যায়ে যাত্রী মোমিন উদ্দিন মামুন কাস্টমস হলে আসলে তার পাসপোর্ট দেখে সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন তথ্য দেওয়ায় তাকে অধিকতর তল্লাশি করা হয়। পরে তার জুতার ভেতর কালো আঠা এবং টেপ দিয়ে মোড়ানো ২২টি সোনার বার পাওয়া যায়; যার ওজন প্রায় আড়াই কেজি। আর বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মিনহাজ উদ্দিন।

ওসমানী বিমানবন্দর সিলেট সোনার বার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর