Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম


১৬ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১১:০৭

বরিশাল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকায় বরিশালের গেজেটেড মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম পাওয়া গেছে। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে এই নাম পাওয়া গেছে।

অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার তালিকায় যার ক্রমিক নম্বর ১১২, পৃষ্ঠা নম্বর ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। আর রাজাকারের তালিকায় তার নাম ৬৩ নাম্বারে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশালের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। তিনি লেখেন, ‘মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে। সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার নাম প্রকাশিত হয়েছে। অথচ আমার বাবা তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। আজ রাজাকারের তালিকায় তিনি হলেন রাজাকার!’

ডা. মনীষা বলেন, ‘আমার ঠাকুরদা অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্ত্তীকে পাকসেনারা বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত, আর তার সহধর্মিণী উষা রানী চক্রবর্ত্তীকেও রাজাকারের তালিকায় ৪৫ নাম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

মনীষা চক্রবর্তী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর