Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ


১৬ ডিসেম্বর ২০১৯ ১৪:০৬

কুড়িগ্রাম: উত্তারাঞ্চলের সীমান্ত ঘেঁষা ও নদ-নদী বেষ্টিত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা জনপদ। মাঝে মধ্যেই উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া বাড়িয়ে দেয় ঠাণ্ডার মাত্রা।

ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬ টি নদ-নদী বেষ্টিত এই জেলা কুড়িগ্রাম। প্রতিবছরই এখানে শীতের দাপট থাকে বেশি, এবারও তার ব্যতিক্রম নয়। গত তিনদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বিশেষ করে চর-দ্বীপচরসহ নদী তীরবর্তী এলাকায় শীত বেশি অনুভূত হওয়ায় সেখানে মানুষের কষ্টও বেশি। শীত পোশাকের অভাবে নিম্ন আয়ের অনেক মানুষই কাজে বের হতে পারছেন না। বিকেল থেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তারা।

বিজ্ঞাপন

আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছেন রাজারহাটের কৃষি আবহাওয়া পর্যাবেক্ষণাগারের কৃষি আবহাওয়া উচ্চ পর্যবেক্ষক আনোয়ার হোসেন।

তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ঠাণ্ডার পরিমাণ আরও বাড়বে।

এ অবস্থায় জেলা প্রশাসন জানিয়েছে, এরইমধ্যে ৯ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ৫১ হাজার ৫১৪টি কম্বল বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম শীত শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর