রাজনৈতিক অঙ্গনে বিএনপি-জামায়াত চক্রকে নির্মূল করতে হবে: ইনু
১৬ ডিসেম্বর ২০১৯ ১০:৪৪
ঢাকা: রাজনৈতিক অঙ্গনে শান্তি রক্ষার জন্য বিএনপি-জামায়াত চক্রকে কোনো ছাড় না দিয়ে, একেবারে নির্মূল করার পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘তাহলেই কেবল দেশে আর রাজাকার সমর্থিত সরকার হবে না, বাংলাদেশ এই নিশ্চয়তা পাবে।’
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নতুন পর্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রবেশ করেছে। এই নতুন প্রজন্মের চ্যালেঞ্জ হচ্ছে গত ১০ বছর যে সাম্প্রদায়িক জঙ্গিবাদ শক্তিকে আমরা পরাজিত করেছি, এই পরাজিত শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে। আমরা সেই নিশ্চয়তার ওপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপন করতে চাই।’
ইনু বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাতের দোসর বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য কমাতে হবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত রাজাকারের তালিকা প্রকাশের উদ্যোগকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।