Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাকারদের তালিকা প্রকাশকে স্বাগত জানিয়েছে জাপা


১৬ ডিসেম্বর ২০১৯ ০৯:২৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০৯:৩০

ঢাকা: রাজাকারদের তালিকা প্রকাশকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য এসময় তিনি সরকারের কাছে দাবি জানান।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের পক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলের প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, স্বাধীন বাংলাদেশে রাজাকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা জরুরি ছিল। দীর্ঘদিন পর সরকার রাজাকারদের একটি আংশিক তালিকা প্রকাশ করেছে, আমরা একে স্বাগত জানাই।

তিনি বলেন, রাজাকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা উচিত। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার দাবি জানাব। কারণ এটা প্রকাশ করলে ভালো হবে, দেশের জন্য মঙ্গলজনক হবে, দেশবাসী জানতে পারবেন স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছেন।

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, দেশ গণতন্ত্রের দিকে হাঁটছে, গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে তবে হয়তো আরও সময় লাগবে।

টপ নিউজ তালিকা প্রকাশ রাজাকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর