জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০১৯ ০৮:৩২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৪:১০
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৩মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ। এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ