ফেনীতে ১২ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
১৫ ডিসেম্বর ২০১৯ ১৭:১০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৮
ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক পিকআপ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ কাঠের মূল্য ১১ লাখ ৯৯ হাজার ৬০ টাকা বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ফেনীর ৪ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার মুহুরীগঞ্জ এলাকা থেকে পিকআপটি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানান, ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে মধুগ্রাম বিওপি’র নায়েক সুবেদার মামুনুর রশিদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় ৬৬ দশমিক ০২ সেফটি অবৈধ কাঠ ও পিকআপ জব্দ করা হয়। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী কাঠগুলো ফেনীর সামাজিক বনবিভাগে জমা দেওয়া হয়েছে।