Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৫তম সভা অনুষ্ঠিত


১৫ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৫

ঢাকা: পদ্মা ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির করপোরেট হেড অফিসে শনিবার (ডিসেম্বর ১৪) এই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, আবু কায়সর, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম আজাদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হোসেন এবং পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পদ্মা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর