Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগাম জামিন পেলেন বিএনপি’র ২১ নেতা


১৫ ডিসেম্বর ২০১৯ ১৯:২৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ২৩:২৭

ঢাকা: সুপ্রিমকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি’র ২১ নেতাকে জামিন দিয়েছে আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের সহযোগিতা করেন সগীর হোসেন লিয়ন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং তাহেরুল ইসলাম তৌহিদ।

এদিন আদালত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, খন্দকার আবু আশফাক, নিপুন রায় চৌধুরী, শাহ আবু জাফর, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাতসহ মোট ২১ জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

আরও পড়ুন: সুপ্রিমকোর্ট এলাকায় হঠাৎ মোটরসাইকেলে আগুন

জামিন ফখরুল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর