Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঘাত করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি: মির্জা ফখরুল


১৫ ডিসেম্বর ২০১৯ ২২:৫৭

ঢাকা: আঘাত করার জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ স্মরণ সভা আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ’একটা কথা সবাইকে মনে রাখতে হবে। আমাদের মধ্যে সরকারের বিভিন্ন এজেন্ট ঢুকে পড়েছে। বিভিন্নভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। বিভিন্ন রকম কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। কেউ বিভ্রান্ত হবেন না।’

মির্জা ফখরুলের এই বক্তব্যের মধ্যেই দর্শক সারি থেকে একজন উচ্চস্বরে বলে ওঠেন— ‘তৃণমূল ঠিক আছে। কেন্দ্রে ঝামেলা। কেন্দ্র ঠিক করেন।’

দলের ওই কর্মীকে থামিয়ে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সবাই ঠিক আছি, শুধু তৃণমূল না, সবাই ঠিক আছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারাসহ সকল দেশপ্রেমিক এক আছে। আমাদের দরকার শক্তি সঞ্চয় করে সঠিক সময় সঠিক জায়গায় আঘাত করা। সেই আঘাতের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, সময় নেই। আপনারা দেওয়ালের লিখন পড়ছেন, মানুষের চোখের ভাষা পড়ছেন। অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে— কেয়ারটেকার সরকার যেটা আগে ছিল, সেটা ফিরিয়ে এনে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন। অথবা জনগণের যে ভাষা আছে, সেটা শিখে নিয়ে জনগণের আন্দোলনকে ফেস করতে হবে। তখন আর কোনো সময় আপনারা পাবেন না।’

বিজ্ঞাপন

বুদ্ধিজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমি আজকে বাংলাদেশের প্রতিটি বুদ্ধিজীবীর কাছে আহ্বান জানাতে চাই- উঠে দাঁড়ান আপনাদের পূর্বসূরীদের মতো। উঠে দাঁড়ান, জেগে উঠুন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন। আমরা অবশ্যই সফল হব।’

ভারত ইস্যু

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি ভারতের এনআরসিতে বাংলাদেশ সরকারের মনোযোগ দেওয়া উচিত, তাদের সঙ্গে কথা বলা উচিত। কারণ, এখানে আমাদের স্বার্থ আছে। বার বার বলা হচ্ছে, বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে অনু্প্রবেশ করেছে; এটা মারাত্মক কথা।’

তিনি বলেন, ‘তারা এনআরসি করে কি করেছেন? তারা বলছেন যে, কাউকে থাকতে দেওয়া হবে না। বার বার ঘোষণা দিচ্ছেন, সব বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হবে। জোর করে পাঠিয়ে দেওয়া হবে। একজনকেও রাখা হবে না। এনআরসি থেকে বাদ পড়া লোকজন আমাদের না, তারা আমাদের নাগরিক না।’

এনআরসি থেকে বাদ পড়াদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিলে আমাদের ওপর আরেকটা চাপ আসবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘লাখ লাখ মানুষের চাপে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, নিরাপত্তা— সবকিছু হুমকির মুখে পড়বে।’

এনআরসি থেকে বাদ পড়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে, মুসলিমদের নাগরিকত্ব দেওয় হবে না— ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে শঙ্কা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিভাজন দেখেন, বৈষম্য দেখেন। আপনি ভিসা নিয়ে যাবেন ইন্ডিয়াতে, ভিসা শেষ হয়ে গেল, আপনার একদিন দেরি হলো, আপনাকে দিতে হবে ২১ হাজার টাকা ফাইন। আর আমাদের নিতাই দাদা বা গয়েশ্বর দাদা যদি একদিন দেরি করেন তাহলে ১০০ টাকা।’

বিজ্ঞাপন

‘সম্পূর্ণ সাম্প্রদায়িকতা। আমরা চিন্তাও করতে পারি না যে, ভারতের মতো দেশে এই ধরনের একটা সাম্প্রদায়িকতা শুরু হবে। যা সম্পূর্ণভাবে বিভাজন সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষ এভাবে চিন্তাও করতে পারে না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।

আঘাত টপ নিউজ প্রস্তুত বিএনপি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর