Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যদি শেখ হাসিনা চলে যান দেশ হবে আফগানিস্তান’


১৫ ডিসেম্বর ২০১৯ ২২:৫১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০০:৪০

ঢাকা: বিশিষ্ট কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে না তাদের অস্তিত্ব একটা মানুষের ওপর নির্ভর করে। আর সেই মানুষটি হলেন শেখ হাসিনা। যদি শেখ হাসিনা চলে যান তাহলে দেশ আফগানিস্তানে পরিণত হবে। এরপর একজন লোককেও আর বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেখা যাবে না। এখন অনেকেই বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে। কিন্তু তখন আর তাদের কাউকে পাওয়া যাবে না।

রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গাফফার চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগে জামায়াতের অনেকেই অনুপ্রবেশ করেছে। বর্তমানে আওয়ামী লীগের অনেকেই আছে যারা বঙ্গবন্ধু হত্যার সময় খুশি হয়েছিলেন। আমি শেখ হাসিনাকে অনুরোধ করে বলতে চাই, রাজাকারদের তালিকা করার আগে তাদের তালিকা তৈরি করুন।’

একাত্তরের ঘাতকদের ফাঁসি দেওয়া শেখ হাসিনা ছাড়া আর কারও পক্ষে সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

গাফফার চৌধুরী আরও বলেন, ‘আমি আওয়ামী লীগকে ভালোবাসি এবং সাপোর্ট করি বলেই বলছি, এই সরকার সম্পূর্ণভাবে গ্লোবাল ক্যাপিটালিজমের কাছে আত্মসমর্পণ করেছে। ক্যাপিটালিজমের ভালো দিকগুলো বাংলাদেশে আসেনি। এসেছে খারাপ দিকটা। যেমন চুরি, লুণ্ঠন, রেপ- এসব বেড়েছে।’

‘ড. কামাল হোসেন সব সময় পাসপোর্ট রেডি রাখেন, জাতির কোনো ক্রাইসিসে তাকে পাওয়া যায় না। যখনই কোনো সংকট হয় তখনই দেশ ছেড়ে চলে যান। এখন আপনি ঢাকার বুকে বসে যে গণতন্ত্রের কথা বলছেন সেই অধিকার তো আপনি শেখ হাসিনার জন্য পেয়েছেন।’- বলেন একুশের গানের রচিয়তা।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু খুবই কোমল হৃদয়ের মানুষ ছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার সাহস বঙ্গবন্ধু দেখাতেন না। বঙ্গবন্ধু তাদের ফাঁসি দিতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। খুবই কোমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে তাদের সকলকে তিনি ক্ষমা করে দিয়েছেন।’

সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব প্রমুখ।

আফগানিস্তান কলামিস্ট গাফফার চৌধুরী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর