Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাট্যনির্মাতা শাহাদত হোসেন সুজন আর নেই


১৫ ডিসেম্বর ২০১৯ ২২:৪৮

ঢাকা: নাট্যনির্মাতা ও সিসিমপুরের পরিচালক শাহাদত হোসেন সুজন মারা গেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুজনের সহকর্মী আসলাম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদত হোসেন সুজনের এক মেয়ে রয়েছে। তার স্ত্রী চিত্রনায়িকা কাজল। সে পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়াবাদ হাউজিংয়ে বাস করত।

সুজন টিভি ব্যক্তিত্ব আফজাল হোসেনের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও তিনি টিভি নাটকের একজন শক্তিমান নির্মাতা। সুজন সিসিমপুরের একজন নির্মাতা হিসেবে কাজ করছিলেন।

সিসিমপুরের প্রধান লেখক ও সেট ডিজাইনার আসলাম লিটন জানান, সুজন সিসিমপুরে পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি হাই ব্লাডপ্রেসারে ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার শ্যুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন।

নাট্যনির্মাতা মৃত্যু সুজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর