Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক


১৫ ডিসেম্বর ২০১৯ ১৬:২৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৬:২৮

ঢাকা: কেরাণীগঞ্জের আগুনে দগ্ধদের অবস্থা জানতে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। রোববার (১৫ ডিসেম্বর) তিনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের অবস্থা ঘুরে দেখেন।

মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘দগ্ধদের দেখে খুব খারাপ লাগছে। এতো ইনজুরি যে, আগে এদের রিকোভারি করতে হবে। সরকার থেকে চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় খোঁজ-খবর নিচ্ছেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। প্রথম কথা তাদের জীবন বাঁচানো। পরে অন্য বিষয়ে ভাবা যাবে।’

বিজ্ঞাপন

এ সময় ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখন পর্যন্ত কেরাণীগঞ্জের আগুনে দগ্ধদের মধ্যে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন। একজন ঘটনাস্থলে মারা গেছে। এ নিয়ে মোট ১৭ জন মারা গেলো। বর্তমানে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি আছেন ৬ জন। তাদের অবস্থা আশংকাজনক। বাকি ৮ জন ভর্তি আছেন পুরাতন বার্ন ইউনিটে। তাদের অবস্থা সংকটাপন্ন নয়।’

উল্লেখ্য, গত বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামের প্লাস্টিক কারখানায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরাণীগঞ্জে আগুন প্লাস্টিক সার্জারি বার্ন ইউনিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর