‘দুর্নীতি নির্মূলে নতুন প্রজন্ম তৈরি করতে হবে’
১৫ ডিসেম্বর ২০১৯ ১৪:৫২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ২৩:১২
ঢাকা: দুর্নীতি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। তাই দুর্নীতি পুরোপুরি নির্মূলে নতুন প্রজন্ম তৈরি করতে হবে। সবার সমন্বিত উদ্যোগের মাধ্যম এটি করা সম্ভব বলে মন্তব্য করেছেন গোলটেবিল আলোচনার বক্তারা।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে দুর্নীতি বিরোধী অভিযান- রাষ্ট্র নায়ক শেখ হাসিনার সাহসী পদক্ষেপ: পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে সাপ্তাহিক শীর্ষ খবর। আয়োজনের স্পন্সর ছিল পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।
আলোচনায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, সহ-সভাপতি আবদুল খালেক,মো. হামিদুল আলম সখা, প্রতিষ্ঠাতা সভাপতি ব্যাংকার্স পরিষদ এবং যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক রাশিদা হক কনিকা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ফরাজী, আব্দুল মান্নান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মনসুর আলী পিন্টু, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, গেন্ডারিয়া, বেলাল শাহ্, মহানগর সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অ্যাডভোকেট আজিম ভূঁইয়া, জজ কোর্ট নারায়ণগঞ্জ, যুগ্ম পরিচালক আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন, অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া, এমএএলবি, অস্ট্রেলিয়া মেলবোর্ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মোল্লা রাশিদুল হক,বীর মুক্তিযোদ্ধা মো: সহিদুল মিঞা,আলহাজ্ব আবদুল মতিন – প্রিন্সিপাল উন্মেষ শিক্ষালয়।
সাপ্তাহিক শীর্ষ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেখাচ্ছেন। জনগণের মন-মানসিকতা দুর্নীতি প্রতিরোধে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই মানুষের মনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী ও কৌশলী হতে হবে। দুর্নীতি দমনে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে এবং এ আইন প্রণয়নের উদ্দেশ্যপূর্ণ বাস্তবায়ন করতে হবে।’
অস্ট্রেলিয়া মেলবোর্ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মোল্লা রাশিদুল হক বলেন, ‘বিভিন্ন কারণে বাংলাদেশে দুর্নীতি দমন একটি চ্যালেঞ্জিং ইস্যু। এটি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দমন করা সম্ভব। কারণ তিনি তার দেশপ্রেম, প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছেন।’
বৈঠকে আরও বক্তব্য রাখেন – রাসেল রানা (সিনিয়র স্টাফ রিপোর্টার), আনিসুর রহমান (স্টাফ রিপোর্টার), ডেভিড এ হালদার (স্টাফ রিপোর্টার), মো. নূরুউদ্দীন নূরি (স্টাফ রিপোর্টার), মো. আবু নাইম সালেহ্ (স্টাফ রিপোর্টার), এসএম মফিদুল ইসলাম শাহিন (স্টাফ রিপোর্টার), ফকরুল ইসলাম (ফটো সাংবাদিক, দৈনিক আজকের প্রভাত), মো. আলী রেজা (সিনিয়র ক্রাইম রিপোর্টার), ইমরান সাইদ (স্টাফ রিপোর্টার) প্রমুখ।
সভাপতির বক্তব্যে শীর্ষ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক শাশ্বত মনির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে অতুলনীয় দেশে পরিণত করেছেন। তিনি দুর্নীতির ক্ষেত্রে কখনও আপস করেননি। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বের বুকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’ ( প্রেস রিলিজ)
দুর্নীতি বিরোধী গোলটেবিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাপ্তাহিক শীর্ষ খবর