পা পিছলে পড়ে গেলেন নরেন্দ্র মোদি
১৫ ডিসেম্বর ২০১৯ ১১:৩২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৩
ঢাকা: ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গার ঘাট পরিদর্শনের সময় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। তবে মুহূর্তেই নিরাপত্তকর্মীরা নরেন্দ্র মোদিকে সামলে নেন।
‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ দেখভাল করতেই কানপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই কানপুরে পৌঁছান তিনি।
এদিন চাকেরি বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কানপুরে পৌঁছানোর সেখানকার চন্দ্রশেখর আজাদ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি জরুরি বৈঠক করেন মোদী।
এরপরই নরেন্দ্র মোদীর কর্মসূচি ছিল গঙ্গা নদী কাউন্সিল কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক। গঙ্গা শোধনের কাজ পরিকল্পনামাফিক হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা করতেই এ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
বৈঠক শেষে স্পিডবোটে চড়ে নরেন্দ্র মোদি গঙ্গা প্রকল্পের কাজ পরিদর্শন করতে বের হন। পরিদর্শনকালে গঙ্গার ‘অটল ঘাট’-এর সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে আচমকা পড়ে যান তিনি। খবর: গালফ নিউজ।