Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে পাচঁতলা ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু


১৫ ডিসেম্বর ২০১৯ ০০:৫১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ০০:৫৪

ঢাকা: রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় একটি পাচঁতলা ভবনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২৯) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১৪ডিসেম্বর)  রাত সাড়ে ১১ টার দিকে গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, ধোলাইপাড় প্রাইমারি স্কুলের পিছনের রাস্তা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, ‘স্থানীয় লোকদের কাছে জানতে পারি ধোলাইপাড় প্রাইমারী স্কুলের পিছনের একটি ৫ তলা ভবনের ছাদ থেকে এক ব্যক্তি পড়ে গেছেন। সে লাফিয়ে পড়েছে নাকি এর পেছনে অন্যকোনো ঘটনা আছে, সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

তিনি আরও বলনে, তাৎক্ষনিকভাবে তার নাম ইমরান হোসেন, বাবার নাম দেলোয়ার হোসেন বলে জানা গেছে। শ্যামপুর নুরবাগ ৬৭০/১ নম্বরে তার বাসা।  এই মুহুর্তে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর