Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেফতার


১৪ ডিসেম্বর ২০১৯ ২১:৪২

সিরাজগঞ্জ: পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ধানবান্ধী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও জেলা যুবদলের সহসভাপতি মেনহাজুল আবেদীন মেন্না।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার দুই নেতাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

গত ৮ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা শহরে পৃথক কর্মসূচি পালন করার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। তাতে অন্তত ৫০ জন আহত হন। ওই ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার বাদী হয়ে ১১৭ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ: সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৫০

আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর