Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন ‘সঞ্জীবনী’র যাত্রা শুরু


১৪ ডিসেম্বর ২০১৯ ১৮:০২

ঢাকা: ‘রক্তের বন্ধনে, জীবনের আহ্বানে’ স্লোগানে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন ‘সঞ্জীবনী’ যাত্রা শুরু করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা নার্সিং কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের স্টুডেন্টস ওয়েলফেয়ার অরগানাইজেশনের উদ্যোগে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ হালিমা আক্তার ‘সঞ্জীবনী’র উদ্বোধন করেন। এসময় অধ্যক্ষ বলেন, ‘সঞ্জীবনী ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনকে গতিশীল করতে কলেজের প্রশাসন থেকে সব ধরনের সহায়তা করা হবে। কলেজের ছাত্র-ছাত্রীরা পড়াশুনার পাশাপাশি হাসপাতালে কাজ করে থাকে। অনেকে অসুস্থ হতে পারে। তাদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। পাশিপাশি অনেক দরিদ্র লোকের রক্তের প্রয়োজন হয়। আমি আশা করি এই সংগঠনটি তাদের পাশে দাঁড়াবে।’

বিজ্ঞাপন

সঞ্জীবনী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রক্তদান একটি সেবামূলক কাজ, আমরা নার্সিং শিক্ষার্থীরা এই সেবামূলক কাজকে যেন দ্রুত সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারি সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি সবার সহযোগীতা পাব।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শেরে বাংলা নার্সিং কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি মোহাম্মদ কামাল পাটোয়ারী, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুসহ ঢাকা নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ঢাকা নার্সিং কলেজ রক্তদান সঞ্জীবনী