Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগ্রাম সম্পাদক ৩ দিনের রিমান্ডে


১৪ ডিসেম্বর ২০১৯ ১৮:০৫

ফাইল ছবি

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম আজম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম পত্রিকা। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে একটি সংগঠনের কর্মীরা শুক্রবার (১৩ ডিসম্বর) বিকেল থেকে মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পত্রিকাটির কয়েকটি কপি আগুনে পোড়ানো হয়। সন্ধ্যার দিকে বিক্ষুব্ধরা সংগ্রাম কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেন। এর একপর্যায়ে পত্রিকাটির সম্পাদককে সাংবাদিকদের সামনে ক্ষমা চাওয়ানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে  সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে থানা হেফাজতে নেয়। ওইদিন রাতে আবুল আসাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল। মামলা নম্বর ২৬।

মামলার পরিপ্রেক্ষিতে আবুল আসাদকে গ্রেফতার দেখিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) আদালতে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।

আবুল আসাদ টপ নিউজ ডিজিটাল নিরাপত্তা আইন সংগ্রাম সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর