শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির আহ্বান সন্তানদের
১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:২৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৮
ঢাকা: তরুণ প্রজন্মের কাছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসসহ দেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তানরা। একইসঙ্গে তারা ঘাতক-রাজাকার ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে বুদ্ধিজীবী পরিবারের সন্তানরা এ সব দাবি জানান।
শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘এই প্রজন্মকে আমাদের বুদ্ধিজীবীদের কথা জানাতে হবে, বলতে হবে। আমাদের বাবাদের অবদানের কথা তাদের কাছে তুলে ধরতে হবে।’
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, ‘নতুন প্রজন্ম শহীদদের গল্প, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বা কারাগারের রোজনামচা এখন সেভাবে পড়ছে না। আমার মনে হয়, আমাদের আরও অনেক বেশি কাজ করতে হবে।’
রাজাকার ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে শমী কায়সার বলেন, ‘শহীদদের সঠিক তালিকা আমরা এখনও প্রণয়ন করতে পারিনি। আমার মনে হয়, এটি অত্যন্ত জরুরি। অনেক যুদ্ধাপরাধী শহীদ পরিবার কিংবা মুক্তিযুদ্ধের চেতনার লেবাস ধরেছে। তাদের চিহ্নিত করা প্রয়োজন। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির পাশাপাশি, রাজাকারদের তালিকা তৈরি করাও বিশেষ প্রয়োজন।’
যুদ্ধাপরাদের দায়ে আদালতের সর্বোচ্চ রায়ে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখার ধৃষ্টতা দেখানো দৈনিক সংগ্রাম পত্রিকার বিষয়ে ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীকে শহীদ বলা মানে, বাংলাদেশকে অস্বীকার করা। পত্রিকাটি দেশের শহীদদের অবমাননা করে খবর ছাপিয়েছে। তারা দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। তারা কি বোঝাতে চায়? তারা আমার বাবাদের অবদান অবমাননা করতে চায়? স্বাধীন দেশে এতবড় ধৃষ্টতা তারা কোথা থেকে পায়?’
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদকের বিচার দাবি করে নুজহাত আরও বলেন, ‘এই অপরাধে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামের প্রকাশক ও সম্পাদককে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করতে হবে। জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে।’
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা রায়েরবাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী