Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত শীর্ষ ২ মাদকবিক্রেতার মৃত্যু


১৪ ডিসেম্বর ২০১৯ ১২:৩৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১২:৩৬

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২ শীর্ষ মাদকবিক্রেতার মৃত্যু হয়েছে। তারা হলেন, নুর হাফেজ ও মোহাম্মদ সোহেল। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র-গুলি ও ইয়াবা। পুলিশ তাদের নিয়ে অভিযানে বেরিয়েছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে হ্নীলা ইউনিয়ন রঙ্গীখালী গহীন পাহাড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃত দুই মাদক বিক্রেতাকে গত ১৩ ডিসেম্বর আটক করে র‌্যাব-৭। তাদের কাছ থেকে ৮ লাখ পিস ইয়াবা, ৬টি অস্ত্র, ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল।

পুলিশ জানায়, এই দুই শীর্ষ মাদকবিক্রেতাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদকবিক্রেতারা গুলি চালায়। পুলিশও পাল্টা করে। পরে ঘটনাস্থল থেকে এই দুই মাদকবিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছেন ওসি প্রদীপ। মৃত দুইজনই শীর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী।

কক্সবাজার টপ নিউজ বন্দুকযুদ্ধ মাদকবিক্রেতা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর