Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংগ্রামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’


১৪ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:২৮

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতের সর্বোচ্চ রায়ে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখার দৃষ্টতা দেখানোয় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখার মাধ্যমে ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা এখনো অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

আগামী বছর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগেই বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, এরইমধ্যে আমাদের হাতে ৩০০ জনের তালিকা রয়েছে। যা যাচাই-বাছাই শেষ করে আগামী বছর ১৪ ডিসেম্বরের আগেই প্রকাশ করা হবে।

বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, আইনের কারণে তাদের ফেরত আনা যাচ্ছে না। তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা চলছে।

এদিকে, সকাল থেকেই সর্বস্তরের মানুষ বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আ ক ম মোজাম্মেল হক টপ নিউজ দৈনিক সংগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর