Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন


১৩ ডিসেম্বর ২০১৯ ২২:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক পেশায় ট্রাক চালক বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত নুরুল আলমের (২২) বাড়ি নোয়াখালী জেলায়। বাবার নাম মৃত আল হাদী মিয়া।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সারাবাংলাকে বলেন, ‘বিকেল ৪ টার দিকে সংঘবদ্ধ তরুণ-যুবকদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে এক গ্রুপের লোকজন এসে নুরুল আলমকে ছুরিকাঘাত করে। তার শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে।’

আহত নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আব্দুর রহিম। তবে কি কারণে মারামারি ও হত্যাকাণ্ড ঘটেছে সেটা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ট্রাক চালক যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর