বর্তমান সরকার ক্রীড়াবান্ধব: বস্ত্র ও পাটমন্ত্রী
১৩ ডিসেম্বর ২০১৯ ২২:০২
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। খেলাধুলার মান উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে খোঁজখবর রাখেন। স্টেডিয়ামে গিয়ে নিজে খেলা দেখেন। অনুপ্রাণিত করেন খেলোয়াড়দের। জাতীয় দলের খেলোয়ারদের খেলা চলাকালীন কোন সমস্যা হলে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী নিজে যেখানে যা যা দরকার ব্যবস্থা গ্রহণ করেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ‘গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলায় নোয়াপাড়া ফুটবল ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে রূপগঞ্জ ভাই ভাই একাদশ চ্যাম্পিয়ন হয়।
মন্ত্রী আরও বলেন, ‘ক্রীড়াবান্ধব আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায়, তখনই এ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন-অগ্রগতি-সমৃদ্ধি রচিত হয়েছে। অর্জিত হয়েছে সাড়া জাগানিয়া সাফল্য। দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াঙ্গনকে সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিবদ্ধ।’
উভয় দলের খেলোয়াড় ও এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে আহ্বান জানিয়ে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘খেলাধুলার করলে যুব সমাজ মাদক মুক্ত থাকে, শরীর মন স্বাস্থ্য সবই ভাল থাকে। তাই সকলকে খেলাধুলা করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য এনায়েত হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে।
এদিকে, বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির এডহক কমিটির নেতাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এসময় তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মাইক বিতরণ করেন।