বাড্ডায় ফোম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
১৩ ডিসেম্বর ২০১৯ ২০:৫০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ২২:২১
ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় ফোম তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান সারাবাংলাকে জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে তারা আগুন লাগার খবর পান।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে কী কারণে ওই কারখানাটিতে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।