ডেমরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কলেজ ছাত্রের মৃত্যু
১৩ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ২১:১২
ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুজাহিদুল ইসলাম মৃদুল (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃদুল ডেমরা সালামবাগ ৩ নম্বর রেডের ২ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। তার বাবার নাম মৃত মাহফুজ মিয়া। চার ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।
নিহতের বড় ভাই মুফাছ্ছেল হোসেন জানান, কবি নজরুল কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিলো মৃদুল। বিকেল আরেক বন্ধু রায়হানের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় দুজন। এর কিছুক্ষণ পর জানতে পারি, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাক ধাক্কায় সে আহত হয়েছে। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।