Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর


১৩ ডিসেম্বর ২০১৯ ১৮:১৩

ঢাকা: বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টন মোড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শেষ হয়। এতে শত শত মানুষ স্বাক্ষর করছেন।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘আমাদের আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। এরপর বিদ্যুতের দাম বাড়লে সবকিছুর দাম আবারও বাড়বে।’ সাধারণ নাগরিকরা মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিল করে বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনার আহ্বান জানান।

সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বিদ্যুতের সরকারি খাতকে পঙ্গু করে বেসরকারি খাতে উৎপাদন বাড়িয়ে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ না করে কতিপর গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। এদের কাছে বিদ্যুৎ ক্রয়ের নামে বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকা তুলে দেওয়া হচ্ছে।’

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘কোম্পানিগুলি লাভে থাকলেও দাম বাড়ানোর প্রস্তাব করেছে। অথচ কোনোপ্রকার বিদ্যুত উৎপাদন না করেই হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হচ্ছে কতিপয় ব্যক্তির হাতে।’

হকার নেতা সেকন্দার হায়াত বলেন, ‘ছোট দোকানদারদের বিদ্যুতের দাম ও শপিং মলের বিদ্যুতের দাম এক হয় কি করে?’

বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলি ৪ শতাংশ কমিশন বিটিআরসিকে দিলেও আমরা এক টাকাও পাই না।’

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন- সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সদস্য জোয়ার্দার, মোস্তফাসহ আরও অনেকে।

গণস্বাক্ষর বিদ্যুতের মূল্যবৃদ্ধি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর