Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য নির্বাচন: জয় পেয়েছেন চার বাংলাদেশী নারী


১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:১৬

যুক্তরাজ্যের বহুল আলোচিত সাধারণ নির্বাচনে জয় পেয়েছে টোরি পার্টি। বিরোধী লেবার পার্টির অবস্থা শোচনীয় হলেও ঐ দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চার বাংলাদেশী বংশোদ্ভূত নারী জয় পেয়েছেন। তারা হলেন – টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, আপসানা বেগম ও রুপা হক। শুক্রবার (১৩ ডিসেম্বর) ওই নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। এবারের নির্বাচনে মোট নয় জন বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে সাত জন নারী আর দুই জন পুরুষ। খবর বিবিসি।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, ওই চার আসনে বিজয়ী বাংলাদেশীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন। এই নিয়ে টানা তিনটি সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেন। পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে নির্বাচিত হয়েছেন আপসানা বেগম। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে জয় পেয়েছেন রুপা হক। তার প্রাপ্ত ভোট ২৮ হাজার ১৩২। আর বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। তিনি ৪৪ হাজার ৫২ ভোট পেয়েছেন।

বাংলাদেশী নারী বিজয়ী যুক্তরাজ্য সাধারণ নির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর