অস্ত্র ও ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান গ্রেফতার
১৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ২০:১৪
ঢাকা: রাজধানীর মিরপুরে অস্ত্র ও ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের অধিনায়ক জানান, হাসুর অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে শেরেবাংলা নগর থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ১১২২ পিস ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করা হয়।
ডিআইজি মোজাম্মেল হক বলেন, ‘ঢাকা শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসুর বাহিনী মিরপুর, আগারগাঁও, শেরেবাংলা নগরসহ আশেপাশের এলাকায় মূর্তিমান আতঙ্ক। চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও খুন ছিল তার নিত্যনৈমত্তিক ব্যাপার। এ সব অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।’