Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুথ ফেরত জরিপ: অনেকটাই এগিয়ে বরিসের কনজারভেটিভ পার্টি


১৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৪০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৫০

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে চলেছে বরিস জনসনের নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামত নিয়ে বিবিসি জরিপের তথ্য জানায়।

বুথ ফেরত জরিপে দেখা গেছে, পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি ও অন্যরা ১৯টি আসনে পেতে পারে।

বিজ্ঞাপন

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক লেবার এমপি কেট হোয়ে বলেন, পূর্বানুমান যদি সত্য হয় তাহলে মেনে নিতে হবে লেবাররা শ্রমিক শ্রেণির সমর্থন হারিয়েছে যারা ইইউ থেকে মুক্ত হতে চাইত।

কনজারভেটিভ পার্টি টপ নিউজ বরিস জনসন যুক্তরাজ্যে নির্