নাইজারে সেনাঘাঁটিতে হামলায় ৭১ সেনার মৃত্যু
১৩ ডিসেম্বর ২০১৯ ০৩:৫০
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি সেনাঘাঁটিতে চরমপন্থিদের হামলায় অন্তত ৭১ সেনার মৃত্যু হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। কোনো দল বা গোষ্ঠী এখনো হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।
সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় আরও অন্তত ১২ সৈন্য আহত হয়েছে।
জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট অনুসারী কয়েকটি উগ্রপন্থি দল অঞ্চলটিতে প্রায় মাথাচাড়া দিয়ে উঠে। যদিও সেখানে বিভিন্ন দেশের সেনারা নিরাপত্তার দায়িত্ব পালন করে।
নিরাপত্তা বিশারদরা বলছেন, নাইজারে অস্থিরতা খুব দ্রুতই বাড়ছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসোফু কাতাম্বে জানান, একই সময়ে ‘বেশ কিছু সন্ত্রাসী’কে নিরোধ করা হয়েছে। মালি সীমান্তের কাছেই সন্ত্রাসীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
এর আগে ২০১৭ সালে এক হামলায় চার মার্কিন ও পাঁচ নাইজেরিয়ান সেনা নাইজারে মারা যায়।