আসামে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৩
১৩ ডিসেম্বর ২০১৯ ০১:৪৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৭
ভারতের আসামে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিবাদে কারফিউ ভেঙে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গৌহাটিতে এই সংঘর্ষ হয়। খবর গালফ নিউজের।
গত ৯ ডিসেম্বর ৩১১-৮০ ভোটে লোকসভার অনুমোদন পায় বিতর্কিত ‘দ্য সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯’। বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাস হয় এই বিল। ফলে মুসলিম ব্যতীত অন্যধর্মের লোকেরা যারা ২০১৫ সালের পূর্বে ভারতে এসেছেন তারা নাগরিকত্ব পেতে পারবেন।
এই বিলের প্রতিবাদে আসামে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সরকার রাজ্যটিতে কারফিউ জারি ও বিপুল সেনা মোতায়েন করে। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৪৮ ঘণ্টার জন্য শহরসহ ১০টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। সেসব স্থানে সংঘর্ষ হয়েছে সেসব এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।