Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর, সম্পাদক নজরুল


১২ ডিসেম্বর ২০১৯ ২১:৩২

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দায়িত্ব পেলেন মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে আলহাজ্ব নজরুল ইসলামের নাম।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে আবারও মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও আলহাজ্ব নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

আব্দুর রহমান এ সময় বলেন, রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বের গুনগত পরিবর্তন আনতে শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দলে কোনো অনুপ্রবেশকারী, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের ঠাঁই হবে না।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব নজরুল ইসলামের মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর