Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭: দ্বিতীয় দিনেও উপচে পড়া ভীড়


৭ ডিসেম্বর ২০১৭ ২১:৪২

স্টাফ করেসপন্ডেন্ট

‘রেডি ফর টুমরো-আগামীর জন্য প্রস্তুত’ শ্লোগান নিয়ে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-র দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। মেলায় আসা দর্শনার্থীরা ঘুরে দেখছেন মেলার বিভিন্ন স্টল।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি ডিভিশনের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে তথ্যপ্রযুক্তির সব চেয়ে বড় এ আসরের।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীরা মেলার স্টলগুলো ঘুরে দেখতে ও পণ্য সম্পর্কে তথ্য জানতে পারবে তবে কোনো পণ্য বিক্রি করা হবে না।

মেলার স্টলগুলোকে বিভিন্ন জোনে সাজানো হয়েছে, তার মধ্যে এর মধ্যে আছে— গেইমিং জোন, ইন্টারনেট সেবাদানকারী এলাকা, সরকারি গুরুত্বপূর্ণ অফিস এলাকা, অ্যাপ জোন, পুলিশ জোন ইত্যাদি। এবার ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উপলক্ষে প্রায় দেড় কোটি টাকা স্টল বরাদ্দ থেকে  পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিটি বিভাগ সূত্র।

মেলায় আসা দর্শনার্থীদের বেশিরভাগকেই গেমিং জোনে ভীড় করতে দেখা গেছে। সেখানে মজাদার সব গেম রয়েছে, দর্শনার্থীদের সুযোগ পাচ্ছেন গেম খেলার। প্রযুক্তি কোম্পানি গিগাবাইট প্রতিবারের মতো এবারও গেমিং স্পন্সর করেছে।

গেমিং জোন গিগাবাইটের মুখপাত্র সারাবাংলাকে জানায়, বাংলাদেশি প্লেয়াররা দেশের বাইরেও অংশগ্রহণ করছে।

এবারের মেলায় বেশ জনপ্রিয় ছিল মাল্টিপল ওয়ার গেইম ডেটা-২। এ ছাড়াও ছিল ফিফা, সিএসবি, ডটা, ডটা-২, রেইনবো সিক্স এবং কটফোর।

মেলার স্টলে অ্যাপভিত্তিক নানা সেবার স্টলও ছিল চোখে পড়ার মতো। অ্যাপভিত্তিক সেবার মধ্যে নতুন এসেছে জিপিএস-৭১। এটি একটি রিয়েল টাইম ট্রেকিং এপ। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে থ্রিডি ম্যাপের মাধ্যমে তার রিয়েলটাইম অবস্থান জানা যাবে। এ ছাড়া জানা যাবে তার ফোনের চার্জ ছিল কিনা, ব্যালেন্স ও মেগাবাইটের পরিমাণসহ নানান কিছু।

বিজ্ঞাপন

এ ছাড়া অন্যান্য স্টলের মধ্যে ছিল নির্বাচন কমিশনের একটি স্টল। এই স্টলটির মাধ্যমে মেলার দর্শনার্থীরা চাইলেই জানতে পারবেন তাদের জাতীয় পরিচয়পত্রসহ নির্বাচন কমিশন কতৃক প্রদান করা বিভিন্ন সেবার তথ্য। সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশে চলছে মেলাটি।
সারাবাংলা/এসও/ এমআই

আইসিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর