Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেই খালেদা জিয়ার জামিন নাকচ’


১২ ডিসেম্বর ২০১৯ ১৬:৪০

ঢাকা: মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেই আপিল বিভাগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আপিল বিভাগ মেডিকেল রিপোর্ট পড়েছেন এবং তারা তাদের বিবেচনায় দেখেছেন যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই করা যায়। সেজন্যই জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন বিজ্ঞ আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘আদালতের কাছে তারা জামিন চেয়েছিলেন, জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ তারিখ আদালত বলেছিলেন যে, একটি মেডিকেল রিপোর্ট তাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং সেই মেডিকেল রিপোর্ট উপস্থাপনের সেটা বিবেচনা করবেন।’

আনিসুল হক বলেন, ‘আমি যতটুকু জেনেছি, আপিল বিভাগ এই মেডিক্যাল রিপোর্ট পড়েছেন এবং তারা তাদের বিবেচনায় দেখেছেন যে, এখানে চিকিৎসা করা যায়। এটা তাদের অবজারভেশনে আছে বলে আমি শুনেছি। জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন বিজ্ঞ আপিল বিভাগ। ছয়জন বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিশ্চয়ই যথেষ্ট বিবেচনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাস করি, সেটা আমাদেরকে মানতে হবে। আমি মনে করি যে, অবজারভেশন যেটা হয়েছে তার আলোকে বেগম খালেদা জিয়া চিকিৎসার ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কিছু করণীয় থাকলে তারা নিশ্চয়ই তা করবে।’

বিএনপি বলেছে, ‘আদালতে যে মেডিক্যাল রিপোর্ট উপস্থাপন করা হয়েছে সেটি সঠিক নয়? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘শুনানির প্রথম দিন সবাই দেখেছেন তারা আদালত কক্ষে কি তাণ্ডব সৃষ্টি করেছিল। যখনই এমন কিছু হয়, যেটা তাদের পক্ষে যায় না, তা যত যুক্তিযুক্ত থাকুক- এটা বিএনপি অভ্যাসগতভাবে বলে। এটা ঠিক না। এক্ষেত্রে ছয়জন ডাক্তার পরীক্ষা করে তাদের মতামত দিয়েছেন বলে আমি শুনেছি।’

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘আদালত মেডিকেল রিপোর্ট বিবেচনা করেছেন এবং সর্বোচ্চ আদালত বিবেচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার যে অবস্থা তাকে জামিন দিয়ে অন্য কোথাও চিকিৎসা করানোর প্রয়োজন নেই। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা হচ্ছে, সেটাই যথেষ্ট ‘

‘যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে তা ভুলভাবে উপস্থাপন করা হবে?’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আনিসুল হক বলেন, ‘তাদের পছন্দমত রিপোর্ট যেটি হবে না, সেটাই ভুল হবে। তাদের পছন্দমত যদি অন্যায় কিছু হয়, সেটা সঠিক। যে কাগজপত্র আছে সেটা দেখিয়ে উচ্চ আদালত নিশ্চয়ই সিদ্ধান্ত দিয়েছেন। আমি আইনের শাসনে বিশ্বাস করি। তাই সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আমাকে মেনে নিতে হবে।’

আইনমন্ত্রী আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর