Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টা পর বাংলাদেশ ব্যাংকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক


১২ ডিসেম্বর ২০১৯ ১৬:০৭

ঢাকা: ৮ আট ঘণ্টা পর বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনে বিদ্যুৎ সরররাহ স্বাভাবিক হয়েছে। দুপুর দুইটার দিকে ভবনটিতে বিদ্যুৎ আসায় লিফট চলাচল শুরু হয়। এর পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা অফিস শুরু করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মহাব্যব্স্থাপক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শর্ট সার্কিটের কারণে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ ছিল না। তবে দুপুর দুই টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন সবাই ভবনটিতে অফিস করছেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা অফিস করতে এসে দেখেন ভবনে বিদ্যুৎ নেই। এতে ভবনের সবগুলো লিফট বন্ধ ছিল। ফলে তারা ভবনের ভেতর প্রবেশ করতে পারেননি।

জানা গেছে, ভোর ৬ টার আগে থেকে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনটি বিদ্যুৎ সংযোগ ক্রুটি দেখা দেয়। এর আগে বাংলাদেশ ব্যাংকেব ডিজিএম জালাল উদ্দিন বলেছিলেন, ‘গভীর রাতে একটা ফ্লোরে স্যুয়ারেজ লাইনে ঝামেলা হয়েছে। বিষয়টি সকাল ছয়টায় টের পাওয়া যায়। আর এ কারণে বিদ্যুৎ সররবাহে বিঘ্ন ঘটে।’

বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ সরররাহ স্বাভাবিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর