নির্মাণাধীন থানার ছাদ ধসে আহত ৩, একজন ধ্বংসস্তুপের নিচে আটকা
১২ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৬
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন থানা ভবনের পিলার ও ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন এক শ্রমিক। এছাড়া গুরুতর আহত হয়েছেন তিন নির্মাণ শ্রমিক।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, লৌহজং থানার নির্মাণাধীন ভবনের কাজ চলার সময় প্যাসেজের পিলার ও ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তুপের নিচের এক শ্রমিক আটকা রয়েছেন। এছাড়া আহত ৩ শ্রমিককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ।
তবে এখনো আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান পুলিশ সুপার।