Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে মিছিলের চেষ্টা, আটক ২


১২ ডিসেম্বর ২০১৯ ১৫:০৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৫:৩২

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে হাইকোর্টের রায় ঘোষণার পর মাজার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করার চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলট। এসময় বিএনপির দুই নেতাকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রায় ঘোষণার পরপরই বিএনপি’র ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এসময় পল্টন থানা বিএনপি নেতা ইব্রাহিম খলিল ও ফিরোজ আলম নামের দুই জনকে আটক করে পুলিশ।।

বিজ্ঞাপন

পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার ইহসানুল ফেরদৌস তথ্যটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার জামিন আবেদনের রায়কে কেন্দ্র করে এদিন সকাল থেকেই হাইকোর্ট এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর