পিইসি, জেএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩১ ডিসেম্বর
১২ ডিসেম্বর ২০১৯ ১২:৫৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৪:২৪
ঢাকা: আসছে ৩১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন সারাবাংলাকে জানান, প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. সোহরাব হোসেন জানান, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ৩১ ডিসেম্বর ফল প্রকাশ করতে বলা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ে এখনো লিখিতভাবে কেউ কিছু জানায়নি বলে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি মন্ত্রণালয়।
উল্লেখ্য, চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।