কড়া নিরাপত্তা, আপিল বিভাগে ঢুকতে দেওয়া হয়নি সব আইনজীবীকে
১২ ডিসেম্বর ২০১৯ ০৯:০২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১০:২৭
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আগের রাত থেকেই গোটা এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। যান চলাচল করা হয় সীমিত। সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরুর আগে আপিল বিভাগে তালিকাভুক্ত আইনজীবীদেরই কেবল আদালতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর আগে কখনো এমন করা হয়নি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই সুপ্রিম কোর্ট ঘিরে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়।
আরও পড়ুন- কার্যতালিকায় খালেদার জামিন শুনানি, আদালতের নিরাপত্তা জোরদার
সকাল সাড়ে ৮টার দিক থেকে আইনজীবীরা আপিল বিভাগে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। এসময় প্রবেশপথের আর্চওয়ে দিয়ে কেবল আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী যারা, কেবল তাদেরই ঢুকতে দেওয়া হবে বলে জানান নিরাপত্তাকর্মীরা। তবে তাতে ক্ষোভ জানান বিএনপিপন্থি আইনজীবীরা।
জানা গেছে, মোট ৬১৩ জন আইনজীবী আপিল বিভাগের তালিকাভুক্ত। তাদের প্রত্যেকের এ বিষয়ক পরিচয়পত্রও রয়েছে। বৃহস্পতিবার সকালে এই পরিচয়পত্র দেখেই আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হয় আপিল বিভাগে।
আদালতের এই কড়াকড়িতে বিএনপিপন্থি অনেক আইনজীবীই আপিল বিভাগে প্রবেশ করতে না পেরে ক্ষোভ জানিয়েছেন। সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া এসময় অভিযোগ করেন, বিএনপিপন্থি আইনজীবীদের ঢুকতে না দেওয়া হলেও রাষ্ট্রপক্ষ ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের যারা আপিল বিভাগের তালিকাভুক্ত নন, তাদেরও ঢুকতে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে
এর আগে, সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই এলাকা দিয়ে চলাচলকারী ব্যক্তিদের তল্লাশি করা হয়। পরিচয়পত্র দেখে তবেই সুপ্রিম কোর্টে প্রবেশের অনুমতি দেওয়া হয় আইনজীবীসহ সংশ্লিষ্টদের।
খালেদা জিয়ার জামিন আবেদনের আপিল শুনানি আপিল বিভাগের আজকের কার্যতালিকার ১২ নম্বরে রয়েছে। এর আগে, গত ৫ ডিসেম্বর একই বিষয়ের ওপর শুনানিতে আপিল বিভাগে ব্যাপক হট্টগোল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সেদিন তাদের হট্টগোলের কারণে আদালত কার্যক্রম পরিচালনা করতে পারেননি। এ ঘটনাকে নজিরবিহীন বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই হাইকোর্টের আশপাশের রাস্তাগুলোর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাহবাগ মোড় টিএসসি, চানখারপুল মোড়, মৎস্য ভবন, রমনা পার্ক, সচিবালয় রাস্তার সামনে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আদালতে প্রবেশেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিচার প্রার্থী সাধারণ নাগরিকদের পাশাপাশি আইনজীবীদেরও তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
জানতে চাইলে রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আজিম উদ্দিন সারাবাংলাকে বলেন, খালেদা জিয়ার জামিন আদেশকে ঘিরে যেন কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হতে পারে, সেজন্যই আমরা কঠোর অবস্থানে রয়েছি।
ছবি: হাবিবুর রহমান
আপিল বিভাগ খালেদা জিয়া জামিন আবেদন জামিন আবেদনের শুনানি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা