Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৯৩ লাখ টাকার সোনাসহ যাত্রী আটক


১২ ডিসেম্বর ২০১৯ ০৫:৫৮

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। আটক যাত্রীর নাম ইউসুফ। সোনাগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ ইউনিট বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৬ ফ্লাইটের ১৮ই সিটের দুবাই ফেরত যাত্রী ইউসুফকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে ১৬টি সোনার বার পাওয়া যায়। আটক হওয়া স্বর্ণের মোট ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। যেগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।

আটক ইউসুফকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

যাত্রী আটক সোনার বার জব্দ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর