Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক খোরশেদ


১২ ডিসেম্বর ২০১৯ ০২:১৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে তৃতীয়বারের মতো সভাপতি পদে জয়ী হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক মো. আরিফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. খোরশেদ আলম।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টায় দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. রেহেনা পারভীন। নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন।

বিজ্ঞাপন

এছাড়া, শিক্ষক সমিতির সহসভাপতি পদে আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল ও কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন, জ্যোতির্ময় বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, রিফাত ফেরদৌস, মো. সাদেকুর রহমান, মো. সোহেল রানা, হোসনেয়ারা ডালিয়া, সুনীতি দেবী মণ্ডল, শাওন মিত্র, মো. সানবিন ইসলাম ও মো. সাজেদুল ইসলাম।

নির্বাচন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর