Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাস-ওয়াকিটকিসহ ভুয়া ৮ ডিবি পুলিশ গ্রেফতার


১২ ডিসেম্বর ২০১৯ ০১:৩৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০১:৩৯

ঢাকা: রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকা থেকে মাইক্রোবাস, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ ৮ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার বিকাশ পাল।

গ্রেফতারকৃতরা হলেন, কাউসার (২৭), রুবেল ইসলাম (২৮), রাসেল মিয়া (২৪), ইসলাম (২৪), রবিউল আলম (২৮), আহসান উল্লাহ রায়হান (২৪), মাসুদ রানা (৫২), মাহমুদুল হাসান ও আলিফ (২৪)।

তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি, ২টি ডিবি জ্যাকেট, ২ জোড়া হ্যান্ডকাফ, ১টি মাইক্রোবাস, ১টি মোটর সাইকেল ও ১টি গাড়ির নাম্বার প্লেট জব্দ করা হয়েছে।

বিকাশ পাল জানান, উত্তরাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যাংক চলাকালীন সময়ে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানি করা ও প্রতারণার ফাঁদে  ফেলা ছিল তাদের পেশা। আটক ৮ জনের বিরুদ্ধে ১৭০/৩৯৯/৪০২ দণ্ডবিধিতে একটি মামলা হয়েছে।

উত্তরা টপ নিউজ ভুয়া ডিবি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর